Guitar Chords of Jekhane Shimanto Tomar -
আজকে Guitarist Lesson তোমাদের সামনে নিয়ে এলো সর্বকালের সেরা Jekhane Shimanto Tomar নামক Bangla Song এর Guitar Chords. আমার মনে হয় না এমন কোন মানুষ আছে যে এই গানটি তার জীবনে অন্তত একবার হলেও শুনে নাই। Guitarist Lesson সবসময় চেষ্টা করে অথেনটিক গানের যত Guitar Lesson আছে তা তোমাদের সামনে নিয়ে আসতে। স্বনামধন্য এই গানটি শ্রদ্ধেয় Kumar Bishwajit স্যারের করা। এবং এত সুন্দর গান এবং লিরিক্স আমার মনে হয় না ইদানিং এর গান গুলোতে তুমি খুজে পাবে।
যাই হোক প্রতিটা গান শুরুর আগে Guitarist Lesson চেষ্টা করে এই গানের পেছনের কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরার। মনে রাখবে গান সঠিক ভাবে বাজাতে হলে, প্রথমে সেই গান সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপর তুমি শুনবে এবং অবশেষে তুমি তা বাজাতে পারবে।
এই গান গেয়েছেন করেছে Kumar Biswajit দাদা, উনি জন্মেছেন বাংলাদেশের ব্যান্ডের ঘাটি চট্টগ্রামে। সবাই বলে বাংলাদেশের ব্যান্ড মতাদর্শের জন্ম নাকি চট্টগ্রামে। আমিও একজন চট্টগ্রামের ছেলে এজন্য এটা নিয়ে আমিও গর্বিত। Kumar Bishwajit প্রথম তার গান শুরু করেন ১৯৭৭ সাকে একটি রেডিও শো এর মাধ্যমে এবং পরবর্তিতে তিনি রিদম নামক একটি ব্যান্ডে যোগদান করেন। অতঃপর বাংলাদেশের সেরা ব্যান্ড ফিলিংস এও উনি ছিলেন বেশ কয়েকবছর। শেষে তিনি পার্থ বড়ুয়ার সোলস ব্যান্ডে যোগ দেন। পরবর্তীতে তিনি তার একক ক্যারিয়ারে মনোযোগ দেন।
Jekhane Shimanto Tomar এই গান প্রকাশিত হয় ১৯৯১ সালে। আমার জন্মও তখন হয় নি। তার মানে এই গানের বয়স আমার নিজের বয়স থেকেও অনেক বেশি। জাদুকরি যেসকল বাদ্যযন্ত্র এই গানে ব্যবহৃত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, কীবোর্ড, গীটার এবং পার্কিশন। অসাধারণ শব্দ শৈলী দেখে আমার এখনো বিশ্বাস হয় না যে এই গান ১৯৯১ সালে রিলিজ পাই। আমরা আজকে এই গানের গিটার লেসন তোমাদের সামনে তুলে ধরবো। এবং কতটা সহজভাবে এই গান বাজানো যায় তাই তোমাদের দেখাবো।
Guitar Tune - E B G D A E (STARD E TUNING IS MANDATORY)
C... তুমি কি Em... চাও না Am.... সোনালী F দিনে,
Dm... সোনালী C.... সুখেরি ইশারা,
C কাটার Em আঘাত Am ভুলে F তুমি,
Dm এসো এই G ফুলেরি C কাছে।
C....যেখানে সিমান্ত তোমার
Em.... সেখানে বসন্ত আমার,
Am... ভালোবাসা হৃদয়ে F.... নিয়ে,
C....আমি Am... বারে বার আসি Dm... ফিরে,
ডাকি C.... তোমায় কাছে (২)
C.... Em.... C...,. Am... F.... Dm....D,,. A#.. G... C...
রুরুরু, রারারা .........।।
C.... হাজার Em... ফুলের Am... ছেয়েছে জীবন,
C... আমি চিনি চিনি F... সে ঠিকানা
Dm... তোমার মনের F... নীরব ভাষা
G... সেও তো আমার আছে জানা। (২)
C... আমি তো E.. চাইনা Am... তোমার এই F.. দ্বিধা,
Dm... ভেংগে দাও G....কাচের ওই বাধা
C...সীমার Em.... বাধন Am... ছিরে F... তুমি,
Dm...ধরা দাও G.... আমারি C....কাছে।
C....যেখানে সিমান্ত তোমার
Em.... সেখানে বসন্ত আমার,
Am... ভালোবাসা হৃদয়ে F.... নিয়ে,
C....আমি Am... বারে বার আসি Dm... ফিরে,
ডাকি C.... তোমায় কাছে (২)
C.... Em.... C...,. Am... F.... Dm.... A#.. G... C...
রুরুরু, রারারা .........।।
C...ঝরের Em.... দিনে Am... ভুলেছে যে পথ,
C.. আমি জানি F... জানি তার Dmবেদনা
Dm...নতুন আলোয় F... জোয়ার এনে,
G.... আমি চাই তারে দিতে C.... আশা। (২)
C...তুমি কি em... চাও না Am... সোনালী দিনে,
Dm... সোনালী G... সুখেরি C... ইশারা,
C....কাটার Em... আঘাত Am... ভুলে F... তুমি,
Dm.... এসো এই G... ফুলেরি C.... কাছে।
C....যেখানে সিমান্ত তোমার
Em.... সেখানে বসন্ত আমার,
Am... ভালোবাসা হৃদয়ে F.... নিয়ে,
C....আমি Am... বারে বার আসি Dm... ফিরে,
ডাকি C.... তোমায় কাছে (২)
১৯৯১ সনের একটা গানে এত Chords Progression অবাক লাগে কিন্ত সত্যিই। এত জোস ভাবে গানটাকে সাজানো হয়েছে না বলে পারলাম না ভাই।
Strumming Pattern of Jekhane Shimanto Tomar -
এই গানে Samba Style Strumming Pattern ব্যবহার করা হয়েছে। অর্থাৎ UP DOWN UP এটা ব্যবহার করা হয়েছে পুরো গান জুড়ে। এখন তুমি এটা কত সুন্দর ভাবে আয়ত্ত করতে পারো এটা তোমার ব্যপার ওকে? তবুও তোমাদের সুবিধার্থে আমি এই গানের Strumming Pattern টা নিচে তুলে ধরলাম।
Chords Progression of Jekhane Shimanto Tomar -
এখানে সাধারণত যে কর্ডগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হলো C Em Am F Dm A# G C মূলত পুরো গানটা এই কর্ডগুলোর মধ্যেই বাজানো হয়েছে। যদিও অতি সাধারণ কর্ড প্রগ্রেশন কিন্ত শুনতে মোটেও খারাপ লাগে নি।
Review of the Song
যদিও আমি একজন ক্ষুদ্র গিটারিস্ট তাও যদি এই গানকে রেটিং করতে বলা হয় আমি একে ৯/১০ দিব। এক দেই নাই কারণ অতিরিক্ত কীবোর্ড এর ব্যহার হয়েছে যা মাঝে মধ্যে শুনতে ভালো লাগে নাই। এছাড়াও গীটারের ব্যবহার অনেক কম হয়েছে। একজন গিটারিস্ট হিসেবে আমি সব সময় গিটারের ব্যবহারটাকে অনেক প্রাধান্য দেই এবং সবসময় চেষ্টা করি গানে এটার গুরুত্ব খুজে বের করার।
আমরা Guitarist Lesson সব সময় চেষ্টা করি রিসার্চ এবং অথেন্টিক ভাবে প্রতিটি গানের Guitar Lesson বের করা এবং আমাদের শিক্ষার্থীরা যাতে খুব সহজে এটি বাজাতে পারে সেদিকটাই খেয়াল রাখি সবসময়। আশা করি তোমাদের এই লেসন অনেক পছন্দ হয়েছে। কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আর কি গান তোমরা চাও আমাদের থেকে এবং কি ধরণের লেসন তোমরা আশা করো। আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ।
COMMENTS