আজ Guitarist Lesson আপনাদের জন্য নিয়ে আসলো Godhulir Opare যা Shunno Band এর অনবদ্য সৃষ্টি, আমরা Guitarist Lesson সবসময় চেষ্টা করি সব Bangla Song এর সঠিক Guitar Chords Lesson আপনাদের দেবার। আমাদের টিম অবিরাম কাজ করে চলেছে এবং আমরা চেষ্টা করবো ধীরে ধীরে Bangla Song গুলোর সকল Guitar Lesson আপনাদের জন্য তুলে ধরার। তাহলে শুরু করি
Song Key: E
Tune: STANDARD E (EBGDAE)
[E].. ভূলের স্রোতে ভূলে যাওয়া [B].. স্বপ্ন তোমার ফিরে পাওয়া
[C#m].. ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া [A].. [B]..
[E].. মনের গভীরে রেখে দেয়া [B].. স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
[C#m].. ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা [A].. [B]..
[E].. ভূলের স্রোতে ভূলে যাওয়া [B].. স্বপ্ন তোমার ফিরে পাওয়া
[C#m].. ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া [A].. [B]..
[E].. মনের গভীরে রেখে দেয়া [B].. স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
[C#m].. ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা [A].. [B]..
[C#m].. চলো আজ ফিরে [B].. যাই [A].. গোধূলির [B].. ওপারে
[C#m].. চলো আজ ফিরে [B].. যাই [A].. গোধূলির [B].. ওপারে
[E]..ঘুম নেমে আসা আকাশটাকে [B]. হয়নি ধরা ভূলের স্রোতে
[C#m] হয়নি ছোঁয়া ওই আলোর [A].. [B].. স্বপ্নচূড়া
[E]..সূর্য ঢাকা ভোরের পথে [B].. হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
[C#m]তোমাকে ফিরে পেতে আমার [A].. [B].. অপেক্ষায়
[C#m].. চলো আজ ফিরে [B].. যাই [A].. গোধূলির [B].. ওপারে
[C#m].. চলো আজ ফিরে [B].. যাই [A].. গোধূলির [B].. ওপারে
[A].. শব্দহীন বালুচরে [B].. ফিরে এসে আমার অগোচরে
[A].. রাঙিয়ে দাও আজ [B].. তোমার রঙে
[A].. রঙমশালের সেই আলোতে [B].. বলতে চাই আজ তোমাকে
[A].. না বলা .অনূভুতি [B]. ভাষায় ফেলে
[C#m].. চলো আজ ফিরে [B].. যাই [A].. গোধূলির [B].. ওপারে
[C#m].. চলো আজ ফিরে [B].. যাই [A].. গোধূলির [B].. ওপারে
COMMENTS