--> Guitar Shop BD | বাংলাদেশে কিভাবে কম খরচে গিটার কিনবেন? | GuitaristLesson.com - Guitarist Lesson | Bangla Song Guitar Chords & Lessons.

Guitar Shop BD | বাংলাদেশে কিভাবে কম খরচে গিটার কিনবেন?

Guitar Shop BD | বাংলাদেশে কিভাবে কম খরচে গিটার কিনবেন?




Guitar Shop BD | বাংলাদেশে কিভাবে কম খরচে গিটার কিনবেন?

অনেকে ইতি মধ্যে আমাদের প্রশ্ন করেছেন ভাই BD তে Guitar Shop গুলোর ঠিকানা যদি একটু জানাতেন তাহলে বেশ উপকৃত হতাম। আমার প্রিয় অনেক গিটারিস্ট ভাইদের গিটারের দোকান খুজে পেতে বেশ কষ্ট হয়। অনেক সময় দেখা যায় সঠিক দিক নির্দেশনার অভাবে অনেকে ভুল দোকানে চলে যান এবং আজেবাজে গিটার ক্রয় করে ফেলেন। প্রথম দিকে কোন সমস্যা না থাকলেও ৫-৬ মাস পর দেখা যায় গিটারের বেহাল দশায় ক্রেতা নিজেই অস্থির হয়ে উঠেন এবং না পারেন গিটারটি বিক্রি করে দিতে না পারেন সেটি বাজাতে। তাই আজ Guitarist Lesson আপনাদের জন্য বাংলাদেশে অবস্থিত সকল গিটারের দোকান সম্পর্কে আলোচনা করবে। আজ BD (Bangladesh) এ কোন Guitar Shop থেকে আপনি আপনার পছন্দের গিটারটি কিনবেন এবং বাজারে কিভাবে নকল গিটার থেকে সাবধান থাকবেন সে সব বিষয়েই আলোচনা করবো। তাহলে দেরি না করি শুরু করা যাক। 

প্রথমেই আসি গিটার কি সে সম্পর্কিত আলোচনায়। গিটার হলো ৬ তার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র। বহু রকমের গিটারের প্রচলন পৃথিবীতে আছে তবে এর মধ্যে বাংলাদেশে জনপ্রিয় গিটার গুলোর মধ্যে Hawaiian Guitar এবং Acoustic গিটার বেশ অন্যতম। বাংলাদেশের আনাচে কানাচে হাজারো গিটারের দোকান রয়েছে, কিন্ত সব গুলো দোকানের ঠিকানা কিংবা ফেইসবুক পেইজ সম্পর্কে হয়তো অনেকের জানা নেই। আজকের এই আর্টিকেল অবশ্যই আপনাকে গিটারের দোকান এবং গিটারের কোয়ালিটি নিয়ে সম্যক ধারণা দিবে এবং এতটুকু নিশ্চিত করছি যে Guitar Shop খুজতে অন্তত বড় ভাইয়ের শরণাপন্ন হতে হবে না। 

গিটার আপনি মূলত দুই ভাবে নিতে পারেন

- Online Guitar shop 
- Offline Guitar Shop 

উপরোক্ত দুই ধরণের গিটার শপ নিয়ে আমরা আলোচনা করবো। সুতরাং যারা মেট্রো বা শহর এরিয়াতে থাকেন না তাদের জণ্য চিন্তার কোন কারণ নেই। তারা চাইলে অনলাইনেও নিজেদের গিটার অর্ডার দিয়ে দিতে পারবেন।

Guitar Shop in Dhaka (ঢাকার মধ্যে গিটারের দোকানসমুহঃ) -

যদি Dhaka তে Guitar Shop নিয়ে আলোচনা করি তবে বেশ কয়েকটা গিটারের দোকান আজকের আলোচনায় আসবে। এর মধ্যে রয়েছেঃ 
  • Melody & Co.
  • Golden Music Company (Gulshan)
  • Acoustica
  • World Music BD

Melody & Co. মেলোডি এন্ড কোংঃ 

যদি বাদ্যযন্ত্র কিংবা BD তে Guitar Shop এর মধ্যে কাউকে রাজা বলতে হয় তাহলে তা হবে Melody & Co. অসাধারণ সব বাদ্যযন্ত্রের সব সমাহার রয়েছে এদের দোকানে। এদের ঢাকার মধ্যে তিন জায়গায় শাখা রয়েছে মিরপুর সায়েন্স ল্যাব শাখা, উত্তরা শাখা, স্টেডিয়াম শাখা, বসুন্ধরা সিটি শাখা। Bangladesh থেকে বাইরের ইম্পোর্টেড সব ব্র্যান্ড যেমন ধরুন (Yamaha, Gibson, Presonus, Focusrite, Boss, KRK, Audio Technica) এর প্রোডাক্ট কিনতে চান তাহলে এদের কোন বিকল্প নেই। 

সায়েন্স ল্যাব শাখা - 01736-539720
উত্তরা শাখা - 01878-655400
স্টেডিয়াম শাখা - 01678-448539
বসুন্ধরা সিটি শাখা - 01819-871211

Golden Music Company (Gulshan) - গোল্ডেন মিউজিক গুলশান

এবার আসি গুলশানে অবস্থিত Golden Music নিয়ে, অনেক অসাধারণ মিউজিক শপ গুলোর মধ্যে একটি হলো Golden Music Company, এখানে ESP, PRS, Marshall, Custom, Taylor, Jackson, Carvin এর Guitar গুলো Bangladesh (BD) থেকে নিতে চান তাহলে এটাই আপনার একমাত্র আশ্রয়স্থল। এরা একদম অথেন্টিং এবং লাইসেন্সড প্রোডাক্ট গুলো বাংলাদেশে এনে থাকে। আপনি এখানের প্রোডাক্ট গুলো নীলে একদম International Warranty এবং প্রোডাক্ট এর অনলাইন রেজিস্ট্রশন সুযোগ পাবেন। এদের দুই জায়গায় ব্রাঞ্চ আছে, ধানমন্ডি এবং গুলশানে

ফোন নাম্বারঃ 01819212707, 01919212707, 01716748107, 01833001755

Acoustica Dhaka একোস্টিকা ঢাকা: 

বাংলাদেশের আরেকটি স্বনামধন্য মিউজিক শপের নাম হলো Acoustica Dhaka Branch. যদি আপনি DOTCH, Enya, Valencia Guitar Bangladesh থেকে নিতে চান তাহলে চোখ বন্ধ করে চলে যেতে পারেন এই দোকানে। এছাড়াও Alice, orphee এর Guitar Strings set এবং Guitar Picks খুবই সুলভ মুল্যে এদের কাছে পেয়ে যাবেন। উনাদের ফেইসবুক পেইজ এবং নাম্বার নিচে দিয়ে দিলাম

Number: 01797-557902

World Music BD ওয়ার্ল্ড মিউজিক বিডিঃ 

এবার আসি BD তে সবার প্রিয় Music Instrument Shop এর নাম নিয়ে। এটি আর কেউ নয় World Music BD। অসাধারণ একটা গিটারের দোকান। আমার নিজের সকল Studio Instrument এবং আমার LTD গিটার আমি উনাদের থেকেই ক্রয় করেছি। দামে কম মানে ভালো World Music BD. কোন ব্র্যান্ডের নাম স্পেশালি বলার কিছু নেই কারণ এমন কোন ব্র্যান্ড নেই যেটা আপনি উনাদের কাছে পাবেন না। যদি অথেন্টিক কিছু কিনতে চান উনাদের কাছে চলে যান ঠকবেন না কথা দিলাম। 

ফোন নাম্বারঃ 01819199423; +88-02-48111764, 01766433333

Guitar Shop in Chittagong ( চট্টগ্রামে গিটারের দোকানসমুহঃ) -

যদি Chittagong এ Guitar Shop নিয়ে বলতে হয় তাহলে ৩টা গিটার শপের নাম বলবো, এগুলো হলোঃ 

  • Ganesh Music World
  • Nath & Co.
  • DogPatch Music

DogPatch Music ডগপ্যাচ মিউজিকঃ 

Rafa ভাই কিংবা Sheikh Ishtiaque ভাইকে চিনেন না এমন কেউ আমার মনে হয় না বাংলাদেশের রক জগতে আছেন। উনাদের হাতে ইদানিং যে নতুন ব্র্যান্ড এর গিটার দেখতে পাচ্ছেন তা কিন্ত DogPatch Music এই ইম্পোর্ট করে দিয়েছে। Chittagong এ অসাধারণ একটা গিটারের দোকান এটি যেয়ে দেখতে পারেন। চট্টগ্রামের হাজারি লেইনে এদের দোকান রয়েছে এছাড়াও মোবাইল নাম্বার হলোঃ 

ফোন নাম্বারঃ 01732959934

Ganesh Music World (গণেশ মিউজিক ওয়ার্ল্ড) 

Chattogram এ পুরাতন বাদ্যযন্ত্র বিক্রেতা হিসেবে গণেশ মিউজিক ওয়ার্ল্ড বেশ জনপ্রিয়, প্রোডাক্ট মোটামোটি ভালোই তবে সব কিছুর দাম একটু বেশি এখানে। যদিও ঢাকার মত বেশি কালেকশন না পাওয়াটা স্বাভাবিক তবে যা আছে চট্টগ্রাম বাসীর জন্য অনেক উপকারে আসে। হারমোনিয়ামের জন্য গণেশ মিউজিক ওয়ার্ল্ড বেশ জনপ্রিয়। 

ফোন নাম্বারঃ 01700-960396

Nath & Co. (নাথ এন্ড কোং) 

নাথ এন্ড কোং ও বেশ জনপ্রিয় একটি মিউজিক শপ চট্টগ্রামে। যদিও এদের কালেকশন একটু কম তবে হারমোনিয়াম বানাতে এরা সবচেয়ে বেশি জনপ্রিয় বলা চলে। 

ফোনঃ 01827416968

Guitar Shop in Sylhet (সিলেটে গিটারের দোকান সমুহ)

আমি ব্যক্তিগতভাবে কখনো Sylhet এর Music Insturment Shop গুলোতে যাই নি, তাই এখানে কালেকশন কেমন তা বলতে পারবো না। তবে পাঠকদের সুবিধার কথা ভেবে সিলেটের কয়েকটি দোকানের নাম এবং নাম্বার গুলো দিয়ে দিলামঃ 
  1. সংগীতা মিউজিক শপ - 01716-159205, 01686-300435
এবার আসি যদি BD তে Online Shop থেকে Guitar কিনতে চান তাহলে কোন দোকান থেকে নিবেন সেই প্রসঙ্গে। উত্তর হলো Daraz Bangladesh থেকে। এখান থেকে কেনা কাটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পণ্য কেনার ৭ দিনের মধ্যে যদি কোন সমস্যা থাকে তা আপনি রিটার্ন দিতে পারবেন। সুতরাং দেশের যেকোনো প্রান্ত থেকে আপনার পছন্দের গিটার এবং অন্যান্য Accesories Daraz থেকেই নিতে পারেন। 

যদি দারাজ থেকে গিটার নিতে চান সরাসরি দারাজে গিয়ে Guitar লেখে সার্চ দিন আর যদি অন্য কোন Guitar Accessories BD থেকে নিতে চান সেটি গিয়েও Daraz এ সার্চ দিতে পারেন। ওখানে ড্রপশিপিং এর মাধ্যমে চাইলে ৩০দিনের মধ্যে চীন থেকে প্রোডাক্ট আনিয়ে নিতে পারেন। অসাধারণ সব সুযোগ সুবিধা আছে উনাদের। 

আজকে এই আর্টিকেল আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। কারণ সব ঠিকানা এবং লোকেশন এখান থেকেই পেয়ে যাবেন এবং যোগাযোগ করে উনাদের থেকে অর্ডার দিয়ে দিতে পারবেন। 

আজ আমরা কিন্তু কোন কিছুর দাম নিয়ে আলোচনা করি নাই। অন্য আরেকটি লেখায় অবশ্যই গিটারের দাম কোয়ালিটি সব কিছু নিয়ে আলোচনা করবো। আপনার যদি পরিচিত কোন শপ থাকে আমাদের কমেন্টে জানান। আপনার মতামত অবশ্যই আমরা সাদরে গ্রহণ করবো ভালো থাকবেন

COMMENTS

BLOGGER
Name

Bangla Adhunik Song Chords,4,Bangla Band Song Chords,6,Bangla Movie Song Chords,2,Bangla Song Chords,12,Guitar Review & Blog,2,Hindi Song Chords,1,
ltr
item
GuitaristLesson.com - Guitarist Lesson | Bangla Song Guitar Chords & Lessons.: Guitar Shop BD | বাংলাদেশে কিভাবে কম খরচে গিটার কিনবেন?
Guitar Shop BD | বাংলাদেশে কিভাবে কম খরচে গিটার কিনবেন?
Here we have described about the best guitar shop in BD and their full review, the brands of guitar and accessories they sell in Bangladesh.
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh4CX0o3j6hv6ONEMzyvQoH4ovhP2RtBicopkKcZPj4ZZ-sjaJCU84sV6erHWl96EKQtqeSlvFTqAgFpKkTuybmiBEXuYkyYpPhMSbTWXKBzmQXmnxT3zNZWDHX8_rO6-96ZTjkEWBmuVu5g3aonyVeCDvH5F1nlqJpIvFetA2yO8jhQO60nBHjkzD4Fg=w640-h360
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh4CX0o3j6hv6ONEMzyvQoH4ovhP2RtBicopkKcZPj4ZZ-sjaJCU84sV6erHWl96EKQtqeSlvFTqAgFpKkTuybmiBEXuYkyYpPhMSbTWXKBzmQXmnxT3zNZWDHX8_rO6-96ZTjkEWBmuVu5g3aonyVeCDvH5F1nlqJpIvFetA2yO8jhQO60nBHjkzD4Fg=s72-w640-c-h360
GuitaristLesson.com - Guitarist Lesson | Bangla Song Guitar Chords & Lessons.
https://www.guitaristlesson.com/2021/12/guitar-shop-bd.html
https://www.guitaristlesson.com/
https://www.guitaristlesson.com/
https://www.guitaristlesson.com/2021/12/guitar-shop-bd.html
true
1190973710391925860
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content